UAC

WELCOME TO UAC

আমাদের সম্পর্কে

ট্রেড লাইসেন্স নম্বর: ০০০১২৮
ট্রেড লাইসেন্স পরিচিতি নম্বর: ২০১৮২৬৩৩৮১৩০০০১২৮
রেজিস্টার্ড ঠিকানাঃ পলাশপুর, আব্দুল্লাহপুর, দক্ষিণ কেরাণীগঞ্জ, ঢাকা-১৩১০

Varsity Admission:

ফ্রি ক্লাস করার জন্য ফর্ম পুরন করুনঃ https://forms.gle/xj1E48Fi6ZAEMSoD6

বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট প্রোগ্রাম– UAC । সকল কোচিংয়ের Buet, Medical ও DU এর সেরা শিক্ষকগণ এখন UAC তে।

 

UAC অনলাইন ভর্তি কোচিংয়ের সুবিধা:

✅UAC প্রাইভেট প্রোগ্রামে unlimited class ও exam. কিন্তু অন্য কোচিংয়ে limited class ও exam. প্রাইভেট প্রোগ্রামে কোনো Topic না বুঝলে extra class ও solve class এর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়।

✅UAC তে সকল কোচিংয়ের সেরাদের সেরা শিক্ষকদের দিয়ে class নেওয়া হয়। একই platform এ এত অভিজ্ঞ শিক্ষক কোথাও পাবেন না।

offline coaching এ আশা যাওয়া করতেই 3/4 ঘন্টা নষ্ট হয়। অন্যথায় অনলাইনে সময় নষ্ট হয় না বরং বেশি বেশি practice করার time পাওয়া যায়।

✅Online এ সব subjects এর best teacher পাওয়া যায়। কিন্তু offline সব teacher best হয় না। আবার না বুঝলে ঐ বিষয় পুনরায় বুঝার সুযোগ থাকে না।

✅শুধু অনলাইন e¨v‡P ভর্তি চলছে। সপ্তাহে ৫ দিন ক্লাস, প্রতিদিন পূর্বের লেকচার সীটের উপর পরীক্ষা, সপ্তাহের সকল লেকচার সীটের উপর Weekly Test, মাসের সকল লেকচার সীটের উপর Monthly Test, Finally Model Test. এভাবে ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত চলতে থাকবে। মনে রাখবেন ভার্সিটি ভর্তিতে UAC এর service এর ধারে কাছেও কেউ নেই। তাই কোন দ্বিধা না রেখে দ্রুত ভর্তি হয়ে ব্যাচ ও সময় নির্ধারণ করুন। যাচাই class করে ও ভর্তি হতে পারবে।

✅”ব্যবসায় শিক্ষা (C-unit):” C-unit এ পরীক্ষা দিতে হলে Bangla, English, Accounting, Finance, Management & Marketing এই বিষয়গুলির উপর আমরা 100% প্রস্তুত করাবো। আর যদি কেউ বিভাগ পরিবর্তন ইউনিট (B-unit) ও GST, JU, RU, CU & BUP তে পরীক্ষা দিতে চাও তাহলে এর সাথে আমরা GK, ICT, IQ & Math এর উপর 100% প্রস্তুত করাবো।

✅“মানবিক বিভাগ (B-unit):” B-unit এ পরীক্ষা দিলে Bangla, English, GK, ICT, IQ, Math এই বিষয়গুলির উপর আমরা 100% প্রস্তত করাবো।

✅ “বিজ্ঞান ও বাণিজ্য (বিভাগ পরিবর্তন করতে ইচ্ছুক) বিভাগের শিক্ষার্থীরাও বিভাগ পরিবর্তন ইউনিট (B-unit) ও GST, JU, RU, CU & BUP তে পরীক্ষা দিতে চাও তোমাদেরকে আমরা GK, ICT, IQ & Math এর উপর 100% প্রস্তুত করাবো।

 

College Admission:

কলেজ ভর্তি কোচিংয়ে UAC ই সেরা। UAC 1996 সাল থেকে শুধু কলেজ ভর্তি কোচিং করায়। UAC কলেজ কোচিংয়ের আদ্যপান্ত সব জানে। মনে রাখবেন একাডেমিক লেখাপড়ার ঠিক উল্টো পড়াশোনা করতে হয় কলেজ এডমিশনে। আমরা নটর ডেম, হলিক্রস ও সেন্ট যোসেফে ভর্তির ভাইভার দিন পর্যন্ত লেগে থাকি। এজন্য‌ই UAC সর্বাধিক স্টুডেন্ট পায় ও চান্স পায়।

অনলাইন ও অফলাইন উভয় ব্যাচেই ভর্তি চলছে। সপ্তাহে ৫ দিন ক্লাস, প্রতিদিন পূর্বের লেকচার সীটের উপর পরীক্ষা, সপ্তাহের সকল লেকচার সীটের উপর Weekly Test, মাসের সকল লেকচার সীটের উপর Monthly Test, Finally Model Test ও Viva Class. এভাবে ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত চলতে থাকবে।মনে রাখবেন কলেজ ভর্তিতে আমাদের ধারে কাছেও কেউ নেই। তাই কোন দ্বিধা না রেখে দ্রুত ভর্তি হয়ে ব্যাচ ও সময় নির্ধারণ করুন।

আমাদের প্রতিনিধির ফোন পেতে ফ্রিতেই ফর্ম পূরণ করুন। https://forms.gle/qhbALGqDKwnvmhhC8

 

BCS, BANK, NTRCA & Other Jobs:

বর্তমানে দেশে শিক্ষিত বেকার প্রায় ২৬ লাখ।  এর সাথে প্রতি বছরই নতুন আরো দুই লক্ষ করে শিক্ষিত বেকার যুক্ত হচ্ছেন। এই ২৬ লাখ মানুষকে তাদের ক্যারিয়ার প্লানিং অবশ্যই জানতে হবে। তাদেরকে ভালো ও সম্মানজনক কর্মসংস্থান তৈরি করতে হবে। 

এই মুহূর্তে রাজধানী ঢাকাসহ দেশের আনাচে–কানাচে ছড়িয়ে থাকা লাখ লাখ চাকরি প্রত্যাশীদের ভালো ক্যারিয়ারের প্রস্তুতির জন্য অনলাইনই বড় ভরসার জায়গা। অনলাইনে যে যেমন পারছে পড়াচ্ছে। এদের মধ্যে 2021 সালে দেশের লাখ লাখ চাকরি প্রত্যাশী প্রার্থীদের জন্য দেশের ১ম চাকরি প্রস্তুতির অনলাইন প্ল্যাটফর্ম “UAC” প্রতিwষ্ঠত হয়। শুরু থেকেই প্রতিষ্ঠানটি পরিচালনায় রয়েছেন জনাব এম আই প্রধান মুকুল স্যারের নেতৃত্বে একদল বিসিএস ক্যাডার ও নন–ক্যাডার দক্ষ ও অভীজ্ঞ একদল শিক্ষক।

 

কী কী শেখানো হয় “UAC” থেকে? 

সব ধরনের চাকরি প্রস্তুতি যেমন BCS, Bank, NTRCA বা সরকারি প্রাইমারি শিক্ষক নিয়োগ কিংবা ১১ – ২০ তম গ্রেডের যে কোনো প্রস্তুতি কোর্স এখান থেকে ফ্রি এবং কিছু কোর্স  ফি দিয়ে করা যায়।

 

UAC’র লেকচার/নোটস বই কেমন?

এখানে যতগুলো কোর্স আছে তার সবগুলোর জন্যই আলাদা আলাদা লেকচার শিট ও নোটস করা আছে। এগুলো প্রতি ২ মাস পর পর আপডেট করা হয়। এর সাথে “UAC” প্রকাশনীর কোর্স ভিত্তিক বিভিন্ন বই আছে যেগুলোর মধ্যে কয়েকটি বর্তমান বাজারে সব থেকে বেশি প্রকাশ হয়ে থাকে। বইগুলোর A Complete Practical English, BCS Google, Analogy Google, etc. অন্যতম। 

 

UAC অনলাইনে ক্লাস করতে কি ফি দিতে হয়? 

UAC’র মূল Facebook/Youtube/Groups গুলোতে প্রতিদিনই ২ – ৫টি Live ক্লাস ফ্রি দেওয়া হয়। শুধু এই ফ্রি ক্লাস গুলো করলেই যে–কোনো চাকরি পরীক্ষার জন্য ৬০%-৭০% প্রস্তুতি সম্পন্ন হয়ে যায়। তবে যারা প্রস্তুতি শতভাগ গুছিয়ে নিতে চায় তাদের জন্য কিছু জরুরি Paid কোর্স আছে। এগুলোতে ফি এর মাধ্যমে ভর্তি হয়ে Live কোর্স করা যায়। 

 

“UAC” থেকে কীভাবে ফ্রি Live ক্লাস করা যায়? 

UAC’র নিজস্ব Facebook পেইজ “UAC” তে প্রায় ৮ লক্ষ Followers আছে। এই পেইজে প্রতিদিন গড়ে ৩ বার করে ফ্রি Live ক্লাস করা যায়। 

 

“UAC” তে যারা ক্লাস নেন তাদের পড়ালেখা ও যোগ্যতা ? 

“UAC”‡Z একাধিক বিসিএস ক্যাডার শিক্ষক Av‡Qb। সুতরাং বিসিএস ক্যাডার ও নন ক্যাডার শিক্ষকরাই বেশিরভাগ ক্লাস নেন। তার সাথে এখানে ক্লাস নিচ্ছেন বিভিন্ন নাম করা কোচিং সেন্টারের ১০ বছর থেকে ৩০ বছর পড়ানোর অভিজ্ঞতা সম্পন্ন একঝাক মেধাবী ও অভিজ্ঞ শিক্ষক।

 

UAC’র শিক্ষার্থীদের সেবা মূলক কিছু Department: 

 

১. গবেষণা এবং উন্নয়ন টিম:

UAC’র গবেষণা এবং উন্নয়ন টিমে প্রায় 30 জন দক্ষ লোকবল রয়েছে। যাদের অধিকাংশই বিসিএস/ব্যাংক পরীক্ষায় একাধিকবার ভাইভা পরীক্ষায় অংশ নিয়েছেন। তাদের মধ্যে আরও আছেন, কিছু বিসিএস ক্যাডার, নন–ক্যাডার ও ব্যাংকার। এছাড়াও রয়েছে যারা বিসিএস ও ব্যাংকসহ বিভিন্ন পরীক্ষায় পাশ করেছেন। আরও রয়েছে BUET, Medical & DU থেকে পাস করা বিষয়ভিত্তিক গ্রাজুয়েটগণ। যারা নিয়মিত গবেষণার মাধ্যমে চাকরি পড়াশোনা সংক্রান্ত তথ্য ও উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে থাকেন। বিসিএস, ব্যাংক, ১১ – ২০ তম গ্রেডভূক্ত চাকরি, প্রাইমারি, শিক্ষক নিবন্ধনসহ সকল চাকরির লেকচার শিট এবং বিদ্যাবাড়ি পাবলিকেশন্স এর সকল বই রচনায় কাজ করেন তারা। 

 

২. সার্ভিস টিম: 

আমাদের সার্ভিস টিম আধুনিক প্রযুক্তির সমন্বয়ে গঠিত। এখানে মোট 5 টি ক্লাসরুম এবং ১৭ জন দক্ষ অপারেটর রয়েছে।  এছাড়াও বিশেষভাবে আরও ১3 জন দক্ষ সদস্য মোবাইল সেবা (হোয়াটসঅ্যাপ, কল, মেসেজ) এর মাধ্যমে শিক্ষার্থীদেরকে ২৪ ঘন্টা সেবা প্রদান করছে। শিক্ষার্থীদের মান যাচাইয়ের জন্য ২ জন পরীক্ষা নিয়ন্ত্রক রয়েছে। প্রতিটি ক্লাসের পর Weekly test, Monthly Evaluation test, Assignment , Course final test, Model test এর মাধ্যমে শিক্ষার্থীদেরকে প্রস্তুত করা হয় এবং দুর্বল শিক্ষার্থীদেরকে চিহ্নিত করে একজন দক্ষ মেন্টরের One to one মাধ্যমে Counseling করা হয়। 

 

৩. Student Care Unit & Admission Cell:

আমাদের স্টুডেন্ট কেয়ার ইউনিট 10 জন চৌকস, দক্ষ ও স্মার্ট কর্মীর দ্বারা পরিচালিত। যারা ২৪ ঘন্টা বিসিএস, ব্যাংক, ১১ – ২০ তম গ্রেডভূক্ত চাকরি, প্রাইমারি, শিক্ষক নিবন্ধনসহ সকল চাকরির পরীক্ষার তথ্য এবং প্রস্তুতিমূলক পরামর্শ প্রদান করে। এছাড়াও আমাদের ওয়েবসাইট (www.uac-bd.com) এবং Facebook Group & Page এর মাধ্যমে ভর্তির সকল তথ্য WhatsApp এবং Phone Call এর মাধ্যমে নিশ্চিত করেন। ভর্তি পরবর্তী সকল সেবার তথ্য প্রদান করে। এছাড়াও তারা UAC Publications এর সকল বই সম্পর্কে তথ্য প্রদানের মাধ্যমে সেবা নিশ্চিত করে। 

 

৪. আইটি সাপোর্টিং: 

আমাদের রয়েছে 5 জন সুদক্ষ আই.টি Expert Executive। যারা আধুনিক প্রযুক্তির সমন্বয়ে নানামুখী সেবা প্রদান করে থাকেন। আমাদের নিয়মিত Class Routine, Record Class, Sheet pdf, Weekly test, Monthly Evaluation test, Home Assignment, Course final test, Model test এর সকল সেবা ওয়েবসাইট ও অ্যাপে  সরবরাহ করেন। প্রযুক্তি সংক্রান্ত সকল সমস্যার সমাধান দেন তারা। 

 

কোর্স রিফান্ড পাওয়ার নিশ্চয়তা: 

UAC’র পেইড কোর্সে ভর্তি হয়ে কারো কাছে সন্তোষজনক মনে না হলে কিংবা ভুল করে অন্য কোন কোর্সে ভর্তি হয়ে গেলে কোর্স শুরুর ৩ দিনের মধ্যে রিফান্ড পলিসি অনুযায়ী আবেদন করলে পুরো টাকাই ফেরত দিয়ে দেওয়া হয়।

Whatsapp : 01712-162412, 01924716911